যশোর প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলায় সৎ মাকে গলা কেটে হত্যার মামলার প্রধান অভিযুক্ত বরকত আলী (১৬)কে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-৩।
র্যাব জানায়,প্রায় ৬-৭ মাস আগে কৃষক রোকন আলী দ্বিতীয়বারের মতো রিক্তা বেগমকে বিয়ে করেন। রিক্তা বেগমের আগের সংসারে একটি মেয়ে রয়েছে। তবে রোকন আলীর প্রথম স্ত্রী ও তার ছেলে বরকত আলী এই বিয়ে মেনে নিতে পারেননি।এ নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। চলতি বছরের গত ৯ এপ্রিল সকালে পারিবারিক কলহের জেরে বরকত আলী তার সৎ মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত রিক্তা বেগমের ভাই চৌগাছা থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত বরকত আত্মগোপনে চলে যায়।
র্যাব-৬, যশোর ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ৯ টায় যশোর সদরের পাসপোর্ট অফিস এলাকা থেকে বরকতকে গ্রেফতার করে। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চৌগাছা থানায় হস্তান্তর করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত