চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় ২০ বোতল ফেন্সিডিলসহ রিপন খান (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার বিকালে চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিপন খান হলেন যশোর জেলার কোতয়ালী থানার বসুন্দিয়া গ্রামের কামরুল খানের ছেলে। এবং বর্তমানে রেলগেট বস্তির খানপাড়ার সাগর হোসেনের বাড়ির ভাড়াটিয়া।
পুলিশসুত্রে জানা যায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই সৌরভ কুমার গাঙ্গুলী সঙ্গীয় ফোর্সসহ চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০ বোতল ফেন্সিডিল সহ রিপন খানকে গ্রেফতার করে থানা পুলিশ।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আসমীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত