শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) : "স্বাদে সেরা, গন্ধে ভরা, খেজুর গুড়ে মনোহরা" এই স্লোগান সামনে রেখে যশোরের চৌগাছায় দ্বিতীয়বারের মতো হতে চলেছে ঐতিহ্যবাহী সেই খেজুর গুড়ের মেলা। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রেস ব্রিফিং করেন উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, উপজেলা কৃষিঅফিসার মুশাব্বির হোসাইন বক্তব্য রাখেন।
এসময় বক্তব্যে তারা বলেন, যশোর জেলার এই খেজুর রস ও গুড়ের ঐতিহ্য ধরে রাখতে তৃতিয় বারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে। আগামী ১৫ জানুয়ারি বুধবার থেকে ১৭জানুয়ারি শুক্রবার পর্যন্ত চলবে তিনদিনব্যাপী এই মেলা। গতবারের ন্যায় এবারও এই উৎসবের অন্যতম আকর্ষন যশোর জনপদের ঐতিহ্যবাহী খেজুর গুড় উৎসব। উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলায় চৌগাছার সকল খেজুর গাছি, গুড়-পাটালি ব্যবসায়ী ও সাধারন জনগনের উপস্থিতি কামনা করেছেন উপজেলা প্রশাসন।
এসময় প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সহ-সভাপতি বিএম হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক এমএ রহিম, বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুক্ত , সহ-কোষাধ্যক্ষ কালিমুল্লাহ সিদ্দিক, দপ্তর সম্পাদক রায়হান হোসেন, সহ-দপ্তর সম্পাদক লাভলুর রহমান, প্রকাশনা সম্পাদক প্রভাষক আজিজুর রহমান , ক্রীড়া সম্পাদক এম এ মান্নান,সহ-প্রকাশনা আবু হানিফ,মারুফ হাসান, জাহিদ হাসান, ফয়সাল হোসেন, জাহাঙ্গীর আলম, ইলিয়াস আলী,তুহিন আক্তর সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত