
চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছা বাংলাদেশ টেলিকমিউনিকেশন লি: এর অফিসের কার্যক্রম ঢিলেঢালা ভুক্তভোগী গ্রাহক টেলিফোনের সেবা থেকে বঞ্চিত। উপজেলায় টেলিফোন লাইনের সংযোগ ১৮৩ জন গ্রাহক অফিস-আদালতসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিষ্ঠান টেলিফোন লাইন সংযোগ নিয়েছে বিপদে।
দেখা গিয়েছে চৌগাছা উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি অফিসে টেলিফোন লাইন সংযোগ আছে কিন্তু টেলিফোনে কোন কথাবাত্রা বলতে পারেন না লাইনে সমস্যা জর্জরিত টেলিফোন এক্সচেঞ্জের সেবা থেকে বঞ্চিত হন। এমনকি টেলিফোন লাইনের বিলের কাগজ এ মাসের বিলের কাগজ অন্য মাসে দেন।
উপজেলার ভিতর মৎস্য অফিস, কৃষি অফিস, সমাজসেবা অফিস, প্রাণিসম্পদ অফিস, মহিলা অধিদপ্তর অফিস, প্রকল্প বাস্তবায়ন অফিস অফিস, জনস্বাস্থ প্রকৌশল অফিস, সাব-রেজিষ্ট্রার অফিস, উপজেলা প্রকৌশলী অফিস, যুব অধিদপ্তর অফিসসহ বিভিন্ন অফিসে টেলিফোন লাইনের সংযোগ আছে কিন্তু ঠিকমতো সেবা পাননা।
এ বিষয়ে ভুক্তভোগী উপজেলা মৎস্য অফিসার হরিদাস কুমার দেবনাথ বলেন, দীর্ঘদিন টেলিফোন লাইনের সংযোগ সমস্যা কিন্তু টেলিফোন এক্সচেঞ্জ অফিসে বললে বলেন যে, জনবল কম এইজন্য আপনাদের কাজ করে দিতে পারছে না। পরবর্তীতে ঠিক করে দেবো। মাসের বিল পরবর্তী মাসে পান। পরবর্তীতে টেলিফোন এক্সচেঞ্জের কোন লোকজন না এসে এভাবে পড়ে থাকে টেলিফোন লাইনগুলো।
উপজেলা মহিলা অধিদপ্তরের অফিসের অফিসার উম্মে সালমা আক্তার বলেন, টেলিফোন এক্সচেঞ্জ অফিস বলেন আপনার টেলিফোন সেটের সমস্যা হয়েছে পরবর্তীতে নতুন সেট কিনলো টেলিফোন লাইনের সমস্যা এমনকি বিলের কাগজ ঠিক সময় দেয় না। উপজেলা বিটিসিএল টেলিফোন অফিসের চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, পৌরসভার পানির লাইনের কাজ চলছে। এ জন্য ১৯টি ক্যাবল লাইনের তার কেটে গেছে। এগুলো ঠিক হলে পরবর্তীতে মানুষ টেলিফোন সেবা ভালোভাবে পাবে এবং টেলিফোনের বিলের কাগজ কেন্দ্র থেকে এ মাসের বিলের কাগজ পরবর্তী মাসে দিয়ে আসছে।