
চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছা পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের ১৪ কোটি ৯ লক্ষ ৬৮ হাজার ৬শ’ ৪ টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা ১১টায় পৌরসভা সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র নূর উদ্দীন আল-মামুন হিমেল। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ১৪ কোটি ৯ লক্ষ ৬৮ হাজার ৬শ’ ৪ টাকা এবং সমপরিমান টাকা ব্যয় ধরা হয়েছে। বাজেটে রাজস্ব খাত থেকে প্রাপ্ত ৮ কোটি ৪৪ লক্ষ ৬৪ হাজার ২১ টাকা, উন্নয়ন খাতে প্রাপ্ত ৫ কোটি ৩২ লক্ষ টাকা, মোট প্রাপ্ত ১৩ কোটি ৭৬ লক্ষ ৬৪ হাজার ২১ টাকা ও প্রারম্ভিক জের ৩৩ লক্ষ ৪ হাজার ৫শ’ ৮৩ টাকা। একইভাবে ব্যয় ধরা হয়েছে রাজস্ব খাতে ৮ কোটি ১২ লক্ষ ৩৯ হাজার টাকা, উন্নয়ন খাতে ৫ কোটি ৩২ লক্ষ টাকা, মোট ব্যয় ১৩ কোটি ৪৪ লক্ষ ৩৯ হাজার টাকা এবং সমাপ্তি জের হচ্ছে ৬৫ লক্ষ ২৯ হাজার ৬শ’ ৪ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা গাজী আবুল কাশেম, প্যানেল মেয়র শাহিনুর রহমান, কাউন্সিলর আতিয়ার রহমান, সিদ্দিকুর রহমান, রুহুল আমিন, গোলাম মোস্তফা, সোহেল রানা উজ্জল, সাইদুর রহমান, জহুরা বেগম, ফাতেমা খাতুন প্রমুখ।