চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলাসহ সকল শহিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ভাস্কর্য মোড়ে সকাল ১০টায় উপজেলা যুবলীগের আয়োজনে ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিক ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহিদের স্মরণে আলোচনা সভায় উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়ের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ আহনায়ক কমিটির সদস হাসেম আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সোহেল ও জিয়াউর রহমান রিন্টু। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আনিচুর রহমান, হাফিজুর রহমান, আশরাফুল ইসলাম, আতিয়ার রহমান ঝন্টু, আজাদুর রহমসন আজদ, শফিকুর রহমান রাতিক, এইচ এম ফিরোজ, এম এ করিম। আলোচনা শেষে শহীদদের স্মরণে দোয়া মাহফিল পরিচালনা করেন উপজপল মসজিদের ইমাম শাহাজন আলী। দোয়া মাহফিল শেষে অসহায় দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।