রিয়াল মাদ্রিদ এর ফরাসি তারকা জিনেদিন জিদান সত্যিই এক কিংবদন্তি। শুধু ফুটবলার হিসেবে নয়, কোচ হিসেবেও নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি। বৃহস্পতিবার কোচ হিসেবে দ্বিতীয়বার লা লিগা শিরোপা জিতলেন জিদান। টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অনন্য নজির আগেই গড়েছেন জিজু। তবে লা লিগা জয়কে, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উপরে রাখছেন জিদান।
রিয়ালের হয়ে এখন পর্যন্ত মোট ১১টি শিরোপা জিতেছেন জিদান। ২০৯ ম্যাচে এগারোটা শিরোপা। পরিসংখ্যান বলছে প্রতি ১৯ ম্যাচে একটি করে ট্রফি পেয়েছেন তিনি। তবে আগের সব ট্রাফিক চেয়ে এবারের লা লিগা জয়কেই সেরা মেনে নিচ্ছেন জিদান।
২০১৯-২০২০ মৌসুমে লা লিগা খেতাব জয়ের পর জিদান বলেছেন, এটা অসাধারণ একটা অনুভূতি। কারণ ফুটবলাররা যা করেছে তা সত্যিই প্রশংসনীয়। আমার অনুভূতি প্রকাশ করার কোনো ভাষা নেই । চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ! কিন্তু আমাকে বেশি আনন্দ দিয়েছে এই লিগ জয়। কারণ লা লিগা অসাধারণ।