ক্রীড়া প্রতিবেদক : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কা হাঁকানোর দিক থেকে দারুণ উন্নতি করেছে বাংলাদেশ। চলতি বছর এই ফরম্যাটে ছক্কার বন্যা বইয়ে দিয়েছে টাইগাররা। এরই মধ্যে ভেঙে দিয়েছে আগের সব রেকর্ড।
২০২৪ সালে ১২২টি ছক্কা মেরেছিল বাংলাদেশ, যা ছিল তাদের এক বছরের সর্বোচ্চ। তবে ২০২৫ সালে এখনও পর্যন্ত ২৪টি ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা হাঁকিয়েছেন ১৭১টি ছক্কা,যা নতুন রেকর্ড।
চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কা হাঁকানোর দিক থেকে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। শীর্ষে আছে পাকিস্তান, যারা ২৬ ম্যাচে মেরেছে ১৯০টি ছক্কা। বাংলাদেশের পরই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ (১৫ ম্যাচে ১৪৮), অস্ট্রেলিয়া (১১ ম্যাচে ১১১) এবং ইংল্যান্ড (১২ ম্যাচে ১০০ ছক্কা)। ভারতের অবস্থান সপ্তম, ১২ ম্যাচে তাদের ছক্কার সংখ্যা ৯৪।
এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি ছক্কার সংখ্যা ২০০তে নিয়ে যেতে পারবে? কারণ বছরের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। এটিই বছরের বাকি সময়ে বাংলাদেশের একমাত্র টি-টোয়েন্টি সিরিজ।
তিন ম্যাচে অন্তত ২৯টি ছক্কা হাঁকাতে পারলেই বাংলাদেশ পৌঁছে যাবে ২০০ ছক্কার মাইলফলকে। কাজটা কঠিন হলেও একেবারে অসম্ভব নয়। ফর্ম আর আত্মবিশ্বাস ঠিক থাকলে টাইগাররা গড়তে পারে আরেক নতুন ইতিহাস।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত