ডেস্ক রিপোর্ট : বিগত সরকারের আমলে মানবতাবিরোধী মামলায় দণ্ডপ্রাপ্ত ও ফাঁসি কার্যকর হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যদানকারী মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে (৭৬) ছেড়ে দিয়েছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টায় পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।
নুরুল আবছার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা গ্রামের মৃত কাজী মো. জাবেদের ছেলে।
এর আগে বৃহস্পতিবার ভোরে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিমপাড়ার আবদুল গনি মাঝির বাড়ি থেকে নুরুল আবছারকে আটক করে স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে তাকে আটক করে পুলিশ।
রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘আটক মুক্তিযোদ্ধা নুরুল আবছারের ব্যপারে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের কোনো অভিযোগ নেই। এছাড়া তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়ও কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। এর প্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে নুরুল আবছারকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত