যশোর অফিস : অর্থ আত্মসাৎ ও প্রতারণার তিন মামলায় ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসুকে গ্রেফতার করেছে র্যাব। গত মঙ্গলবার দুপুরে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার যশোরের আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। একাধিক অর্থঋণের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি তিনি। বাপ্পাদিত্য বসু যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার দুলাল চন্দ্র বসুর ছেলে এবং ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি।
র্যাব জানায়, গত মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে বাপ্পাদিত্য বসুকে (৪০) গ্রেফতার করে র্যাবের একটি দল। বাপ্পাদিত্য অর্থঋণের তিনটি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। একইসঙ্গে ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত। মামলা দায়েরের পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন তিনি।
গ্রেফতারের পর র্যাব তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে। বুধবার কোতোয়ালি থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। তিন মামলার পলাতক আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্র জানিয়েছে, বাপ্পাদিত্য বসু নোয়াখালি, কুমিল্লা ও বরিশালের অর্থঋণ আদালত ও প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বাপ্পা। র্যাব কোতোয়ালি থানায় তাকে সোপর্দ করা হলে পুলিশ তাকে যশোর আদালতে সোপর্দ করে। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত