
পিরোজপুর প্রতিনিধি : ছারছীনা শরীফের মরহুম পীর শাহ মো. মোহেবুল্লার ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ আগষ্ঠ জুমার নামাজ বাদ দরবারের মাঠে স্থাপিত অস্থায়ী মঞ্চে ওই মাহফিল অনুষ্ঠিত হয়। বর্তমান পীর শাহ মুহাম্মদ আবু নসর নেছার উদ্দিন হোসাইনের সভাপতিত্বে ওই মাহফিলে বক্তৃতা করেন ধর্ম মন্ত্রনালয়ের মন্ত্রী মো. ফরিদুল হক খান, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রান ও পুনর্বাসন প্রতিমন্ত্রী মো. মহিবুর রহমান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ, সাবেক চীফ হুইপ আসম ফিরোজ, সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, বরিশাল ইবাদুল্লাহ মসজিদের ইমাম মাওলানা নুরুর রহমান বেগ প্রমুখ। সবশেষে বর্তমান পীর সাহেবের বয়ান করেন। এরপর মিলাদ শেষে মরহুমের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যানে দোয়া মুনাজাত পরিচালনা করেন পীর সাহেব শাহ মুহাম্মদ আবু নসর নেছার উদ্দিন হোসাইন। মাহফিলে পীর সাহেবের সিনিয়র মুরিদগনসহ নেছারাবাদ উপজেলা ও পার্শবর্তী এলাকার ২০ সহ¯্রাধিক মুসল্লিরা উপস্থিত ছিলেন।