
জন্মভূমি রিপোর্ট : জেলা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আহমেদ আলী ছিনতাইয়ের কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন। তিনি রোববার সকাল সাড়ে ১০টায় সোনালী ব্যাংক (কর্পোরেট শাখা) থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করে বের হয়ে যাওয়ার পথে পাওয়ার হাউজমোড়ের আগে তেলের পাম্পের সামনে ছিনতাইকারীর কবলে পরেন। ছিনতাইকারী তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে সাথে-সাথে জ্ঞান হারিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে উপস্থিত জনগণ তাকে খুলনা সদর হাসপাতালে নিয়ে যান। তার মাথায় ২২টি সেলাই লাগে। বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রধান হামলাকারী জনতার হাতে ধরা পড়লে ছিনতাইকারিকে জনতা পুলিশের হাতে সোপর্দ করে। দ্রুত বিচার আইনে এ বিষয়ে খুলনা সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে।