বিজ্ঞপ্তি : শ্রী-শ্রী জগন্নাথ দেবের দর্শনে আর্য ধর্মসভা মন্দির অঙ্গণে দর্শনার্থীদের জনস্রোতে মুখরিত হয়ে উৎসবমুখর পরিবেশে চলমান উৎসব শ্রী-শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানের ৬ষ্ঠ দিন সাতক্ষীরার পরমভাগবত শ্রী বিল্বমঙ্গল দাস গোস্মামীর পরিবেশনায় ভাগবত প্রবচন আর ধর্মীয় রীতি ও নানা আনুষ্ঠানিকতায়, আর্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাড়ম্ভড়ে রথযাত্রা অনুষ্ঠান উদযাপিত হচ্ছে এবং অনুষ্ঠান শেষে হাজারো ভক্তশ্রোতার মাঝে শ্রী শ্রী জগন্নাথদেবের মহা-প্রসাদ বিতরন করা হয়। সভাপত্বি করেন মন্দির কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহা এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সমর কুমার কুন্ডু।
মহা-প্রসাদের ব্যবস্থাপনায় ছিলেন ধর্মানুরাগী সোনাপট্টি পূজা উদযাপন কমিটি (বাজুস) খুলনা এবং উপস্থিত ছিলেন রনজিত কুমার ঘোষ, সুদিপ মজুমদার অপু, দেব নারায়ন দাস, দেবাশিষ কর্মকার, বিপুল পোদ্দার, গোবিন্দ চক্রবর্তী, নিতাই বিশ্বাস, সমরেশ সাহা, পরিতোষ দত্ত, বিশ্বনাথ ভক্ত, শংকর কর্মকারসহ বিভিন্ন নেতৃবৃন্দ, খোকন কুমার দাস, প্রবির পাল, মানস ঘোষ, সঞ্জয় কর্মকার, কিংকর সাহা, অসিম পাল, সাগর সাহা, জয়ন্ত রায়, সঞ্জয় দেবনাথ, মানু সাহা, সৌরভ ঘোষ সনি, শুভজিত কুন্ডু, খোকন শীল কুটি, তুষার সরকার, গোবিন্দ দত্ত, সনত কুমার নন্দি, প্রশান্ত কুমার ঘোষ, শিব শংকর পোদ্দারসহ অনুষ্ঠানে খুলনার আপামর সকল সনাতন ভক্তবৃন্দ প্রমূখ নেতৃবৃন্দ।
আর্য ধর্মসভা মন্দিরে উৎসবের ৯ দিন ‘‘সংকল্পিত সকল অনুষ্ঠানে খুলনার আপামর সকল সনাতন ভক্তবৃন্দ’দেরকে অংশগ্রহন করে সাক্ষাত ভগবানের অপার কৃপা লাভের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি শ্রী চিত্ত রঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক শ্রী সমর কুন্ডু।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত