বুধবার(১৪ জুলাই) বিকাল ৫টায় নগরীর অস্থায়ী কার্যালয়ে জনউদ্যোগ যুব সেলের উদ্যোগে“ বিনা খরচে কোভিড ১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন” এর জন্য ইয়ূথ স্কোয়ার্ড গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জনউদ্যোগ যুব সেলের আহবায়ক রিপন কুমার বিশ^াস। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন, প্রশান্ত হালদার, সাংবাদিক সাইফুল ইসলাম, প্রণব মন্ডল, জি এম রাব্বি হোসেন, অনুপ মন্ডল, মনোজ কুমার রায়, কৃষ্ণ দে , ছন্দা মন্ডল, বাদশা খন্দকার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কোভিড- ১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন ইয়ূথ স্কোয়ার্ড গঠন করে ঘরে বসেই মানুষকে এ সহযোগিতা দিতে পারি। স্কোয়ার্ডের ফোন নম্বর, ইমেইল আর ফেসবুক আইডি সব জায়গায় জানিয়ে দেয়া হবে। সেখানে টিকা রেজিস্ট্রেশনের জন্য সবাইকে সচেতন করা হবে। রেজিস্ট্রশনের জন্য এনআইডির ছবি ও প্রয়োজনীয় তথ্য নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে দেয়া হবে। জনউদ্যোগ সবসময় মানুষের পাশে থেকে কাজ করছে। সভায় সর্বসম্মতিক্রমে রিপন কুমার বিশ্বাসকে আহবায়ক ও অনুপ মন্ডলকে সদস্য সচিব করে ইয়ূথ স্কোয়ার্ড গঠণ করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত