
জন্মভূমি রিপোর্ট : মহানগর আওয়ামী লীগ সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেছেন, রাজনৈতিক দল বা নেতার জনপ্রিয়তা যাচাইয়ের একমাত্র মাপকাঠি হলো নির্বাচন। নির্বাচনে অংশগ্রহণ না করে কখনই জনপ্রিয়তা যাচাই করা যায় না। নির্বাচনের বাইরে থেকে কখনও নিজেদের অবস্থান নির্ধারণ করা যায় না। যারা নির্বাচন পদ্ধতিকে বিশ্বাস করে না। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তিনি আরো বলেন, জনগণের সেবা করতে হলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। শুধু মায়াকান্না করে মানুষকে ভুল বুঝালে সেটি এখন আর কেউ গ্রহণ করে না। তাই জনগণের সেবা করতে নির্বাচনে অংশগ্রহণ করুন।
মঙ্গলবার সকালে জেলা নির্বাচন অফিসে মনোনয়ন জমাদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবং বিকালে ২২নং ওয়ার্ডে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কাজি আমিনুল হক, সদস্য সচিব এম ডি এ বাবুল রানা, এড. আইয়ুব আলী শেখ, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। বিকালে ২২নং ওয়ার্ডে মতবিনিময়কালে আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, এড. অলোকা নন্দা দাস, মাহবুবুল আলম বাবলু মোল্লা, তালুকদার আব্দুল জলিল, ওহিদুল ইসলাম পলাশ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মনু, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, অধ্যা. ফেরদৌস সরদার, আব্দুল আজিজ, রাজেন আহমেদ, নজরুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।