ডুমুরিয়া প্রতিনিধি
আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই কোন চার চাকার যানবাহন চলতে পারবে না এমন শর্তে খুলে দেয়া হয়েছে ঘেংরাইল নদীতে নব নির্মিত চটচটিয়া-শিবনগর ব্রিজ। শনিবার বিকেলে সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দর নির্দেশে স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে এটি খুলে দেয়া হয়। জনগণ চলাচলের জন্য ব্রিজটি খুলে দেয়া হবে এমন খবর পেয়ে দু’পারের হাজার-হাজার উৎসুক জনতা ব্রিজের উপর এসে ভিড় জমাতে থাকে। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সোনা, শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি ও রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মনোজিৎ বালাসহ স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে ৩১৫ মিটার দৈর্ঘ্য ব্রিজটির মাঝখানে থাকা বাসের বেড়া উঠিয়ে জন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। বক্তৃতা করেন শেখ নাজিবুর রহমান নাজু, চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা, শেখ রবিউল ইসলাম রবি, শেখ আব্দুল কুদ্দুস, প্রভাষক বিষ্ণুপ্রসাদ মল্লিক ও মোল্যা জাহিদুর রহমান।
জনগণ চলাচলে উন্মুক্ত করা হল ডুমুরিয়ার চটচটিয়া শিবনগর সেতুটি
Leave a comment