By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জমজমাট ‌সাতক্ষীরায় ঐতিহ্যবাহী মন্টুর বাগান পর্যটন স্পট
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > জমজমাট ‌সাতক্ষীরায় ঐতিহ্যবাহী মন্টুর বাগান পর্যটন স্পট
সাতক্ষীরা

জমজমাট ‌সাতক্ষীরায় ঐতিহ্যবাহী মন্টুর বাগান পর্যটন স্পট

Last updated: 2026/01/09 at 1:53 PM
জন্মভূমি ডেস্ক 3 days ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা শহরের প্রাণকেন্দে বাইপাস সংলগ্ন এলাকায় অবস্থিত মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট। সাতক্ষীরার বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মন্টু মিয়ার বাগান বাড়ি হিসেবে এটি পরিচিত লাভ করে।
সমগ্র বাংলাদেশসহ বিশ্বের বহু দেশের পর্যটকরা এই রিসোর্টে ঘুরতে আসেন প্রতি বছর। মনোমুগ্ধকর পরিবেশ ও পরিচ্ছন্ন আবাসন সুবিধা থাকায় দূর-দূরান্ত থেকে ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় শীর্ষে সাতক্ষীরার মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট।
সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান রহেছ। নিরাপত্তা জনিত কোন ত্রুটি নেই। আনন্দ-বিনোদনের জন্য প্রতিদিন  দেশের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা ভীড় জমায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। পার্কের মধ্যে থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে। আছে রেস্তোরা ও দেশি-বিদেশি পশু-পাখিদের সমারোহ। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য রয়েছে নামাজের স্থান মসজিদ।
এখানে বন্ধু-বান্ধব ও পরিবার পরিজনদের নিয়ে স্বল্প খরচে ঘোরাঘুরি করার মত একটা সুন্দর ও পছন্দের বিন্দুতে পরিণত হয়েছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট ! একটি কুচক্রী মহল এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের  সুনাম নষ্ট করার লক্ষ্যে ভুল ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সাধারণ মানুষ জানায় এই রিসোর্টে এ কোন রকমের অসামাজিক কার্যকলাপ হয় না। সর্বক্ষণিক নিরাপত্তা বেষ্টিত থাকে এই রিসেটটি। দীর্ঘ ২৮ বছর পেরিয়ে  সুনামের সহিত পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে সাতক্ষীরার পরিচিতি পেয়েছে সমগ্র দেশব্যাপী মোজাফফর গার্ডেন।
সাতক্ষীরার বিনোদনের কেন্দ্রবিন্দু মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট এর পরিবেশগত ও নিরাপত্তা জনিত কোন ত্রুটি নেই  বর্তমানে ও মোজাফফর গার্ডেনের ভিতরে সিসি ক্যামেরার আওতায় আনা হবে সেই কার্যক্রম চলছে  বলে জানান রিসোর্ট  কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলেন মোজাফফর গার্ডেনের এক নম্বর অথবা দুই নম্বর গেট থেকে শুরু করে পুরো বাগানটা আমরা সিসি ক্যামেরার আওতায় আনবো, সিসি ক্যামেরার আওতায় অন্তর্ভুক্ত কার্যক্রম চলছে অতি তাড়াতাড়ি আমরা পুরো বাগানের ভেতর সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবো এমন টায় জানিয়েছেন বাগান কর্তৃপক্ষ।মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট (Mozaffar Garden & Resort) সাতক্ষীরা শহরের জিরোপয়েন্ট হতে মাত্র ৪ কিলোমিটার দূরে খড়িবিলা নামক স্থানে অবস্থিত একটি রিসোর্ট যা স্থানীয়ভাবে মন্টু সাহেবের বাগান বাড়ী নামেও পরিচিত। মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই রিসোর্টটি আনুমানিক ১২০ বিঘা বা ৪০ একর জমির উপর স্থাপিত। রিসোর্টটি বেশ খোলামেলা এবং বহু জাতের গাছপালায় পরিপূর্ণ।
অতিথিদের থাকার জন্য এখানে ৯টি ভবন রয়েছে যেগুলোর একটি লেকের উপরে অবস্থিত। যেখানে ৬০টির ও বেশি কক্ষ রয়েছে। চমৎকার কারুকাজ সম্পন্ন এসব কক্ষে আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে যেমনঃ শীতাতপ নিয়ন্ত্রক, টেলিভিশন, ইন্টারকম ইত্যাদি। এই রিসোর্টের সবুজ ভুমিতে যেমন হাঁটা ও বসার ব্যবস্থা আছে তেমনি এখানকার পুকুরেও সাঁতার কাটতে পারবেন। এছাড়া এখানকার লেকে প্যাডেল বোটে করে ঘুরে বেড়ানো এবং মাছ ধরেও সময় কাটাতে পারবেন। এখানে আগত অল্প বয়সী অতিথিদের জন্য রয়েছে খেলার মাঠ, ত্রিমাত্রিক চিড়িয়াখানা এবং বিভিন্ন আকর্ষণীয় ভাস্কর্য। এছাড়া রিসোর্টের অতিথিদের জন্য ব্যাডমিণ্টন এবং টেবিল রিসোর্টে অবস্থিত চিড়িয়াখানাটিকে বলা যায় এখানকার সবচেয়ে বড় আকর্ষণ। দেশের সর্ববৃহৎ এই বেসরকারি চিড়িয়াখানায় রয়েছে নানা প্রজাতির প্রাণী ও পাখি যেগুলো দেখতে পারাটা এখানে আগতদের জন্য একটি অন্যতম বিনোদনের মাধ্যম। ১০৫টা পিকনিক স্পট, কনফারেন্স রুম, চিড়িয়াখানা, সুইমিংপুল, থাকার জন্য ৩০টা আবাসিক কটেজ, মসজিদ, বিভিন্ন গাছের বাগান, পুকুর সহ আরও অনেক মজার রাইড। আসলে এটা একটা থিম পার্ক।
মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট এর বর্তমান প্রবেশ মূল্য মাত্র ৫০ টাকা যার দ্বারা আপনি তাদের চিড়িয়াখানাও দেখতে পারবেন।
রেষ্টুরেন্ট ও কনফারেন্স এর ভবন : গার্ডেটের অভ্যন্তরে মনোরম ৩ তলা ভবন তৈরী করা হয়েছে যার নীচ তলায় Restaurant ও ১ম ও ২য় তলায় আনুমানিক ২৪০ জনের মিটিং/সম্মেলন অনুষ্ঠানের ব্যবস্থা আছে।
Guest House এ অবস্থানরত অতিথিদের জন্য Dining Hall আছে যেখানে সুন্দর ও পরিচ্ছন্ন ঘরোয়া পরিবেশে প্রতিষ্ঠানের নিজস্ব Waiter দ্বারা সুস্বাদু বিভিন্ন খাদ্য খাবার পরিবেশন করা হয় অত্যন্ত ন্যায্য মূল্যে। তাদের নিজস্ব কিচেনে নিজেদের বাবুর্চিবৃন্দ বাংলাদেশী/ চাইনিজ খাদ্য সামগ্রী রান্না করে থাকে। বাহিরের সম্মানিত পার্টির খাদ্য সরবরাহের অর্ডারও নেওয়া হয়।
শীত মৌসুমে গার্ডেনের অভ্যন্তরে পিকনিকের সুব্যবস্থা রাখা হয়েছে যেখানে দেশের বিভিন্ন জেলা থেকে ভ্রমণ পিপাসু লোকজন আসে এবং আনন্দের সাথে পিকনিক বা বনভোজন করে থাকে। পিকনিকের জন্য সর্বমোট ১০৫টি স্পট রাখা হয়েছে। পিকনিকের জন্য আগত নারী পুরুষের Fresh Up/Changing জন্য পৃথক রুম আছে।
এখানে শিশুদের চিত্ত বিনোদনের জন্য পৃথক পার্ক আছে। বিস্তৃত লেকের মধ্যে প্যাডেল বোট এ চড়ে নৌ ভ্রমণের চমকপ্রদ আয়োজন আছে। শিশু পার্কটি বিভিন্ন খেলনা সামগ্রী দ্বারা সজ্জিত। এছাড়াও পৃথক Spot এ শিশুদের জন্য খেলনা গাড়ির ব্যবস্থা আছে যা তাদের জন্য অত্যন্ত মজার এবং উপভোগ্য বিষয়।
এর অভ্যন্তরে বৃহদাকারের পুকুর/লেক আছে ৮টি, এর ১টি  Natural Swimming Pool হিসেবে প্রস্তু করা হয়েছে। যেখানে কক্ষের অতিথিরা স্বাচ্ছন্দে সাঁতার  কেটে  সময়টাকে উপভোগ করতে পারেন। এই সব জলাশয়ে প্রচুর মস্য চাষ করা হয়। এছাড়াও মাছ কর্তৃক Feeder খাওয়ার  চমকপ্রদ ও দর্শনীয় একটা বিষয় আছে যা ভ্রমণ পিপাসু ব্যক্তিরা আগ্রহের সাথে উপভোগ করে থাকেন।
সুইমিং পুল ধরণের ২টা Fish Aquarium আছে। যাতে রং বেরং এর মাছ শোভা পাচ্ছে।
অত্র পর্যটন কেন্দ্রের অভ্যন্তরে দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির পশু পাখির সমন্বয়ে ১টি Mini Zoo আছে।
বাগানে সুস্বাদু আমের গাছ আছে মোট ৬২৫টি, নারিকেল গাছ আছে ৭২০টি, মেহগনী গাছ আছে মোট ৭২৮টি। এছাড়াও লিচু, আপেল, কমলা, পামট্রি ও কুল গাছ রোপন করা হয়েছে।
দর্শনার্থীদের সুবিধার্থে প্রয়োজনীয় সংখ্যক বাথরুম, খাবার জল ও সুন্দর টাইলস দিয়ে বসার জন্য পাকা বেঞ্চ তৈরী করা আছে।
ধর্মপ্রাণ মুসলিম নর-নারীদের নামাজ আদায়ের সুবিধার্থে ২টি সুন্দর পাঞ্জেগানা মসজিদ নির্মাণ করা হয়েছে।
বেড়াতে আসা লোকজনের নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রতিষ্ঠানের নিজস্ব নিরাপত্তা কর্মী সদা কর্মরত আছে। বিশেষ করে প্রয়োজনে পুলিশের সহযোগিতা গ্রহণ করা হয়।
মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টে থাকার জন্য রয়েছে আছে ইন্টারনেট, টিভি, ফ্রিজ, গিজার এবং অন্যান্য সুযোগ-সুবিধা সমৃদ্ধ ৬টি কটেজ
কটেজ ছাড়াও সেখানে ১৬টি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষসহ অনেকগুলো সাধারন কক্ষ আছে। হানিমুন কটেজের প্যাকেজ ১০,০০০ টাকা। অন্যান্য কটেজের রুমগুলোর জন্য দিনপ্রতি ৫০০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত।
রিসোর্টের অভ্যন্তরে অবস্থিত রেস্টুরেন্টে খাওয়ার ব্যবস্থা রয়েছে। রিসোর্টের মাল্টি কুইজিন রেস্টুরেন্টে দেশিয় খাবারের পাশাপাশি পাওয়া যায় চাইনিজ, মোঘলাই ও অন্যান্য খাবারও। আছে বারবিকিউ এবং গার্ডেন ব্যাংকুয়েটের সুবিধাও
ঢাকা থেকে সাতক্ষীরা যাওয়ার বাস রয়েছে। কল্যাণপুর, মালিবাগ ও গাবতলি থেকে সোহাগ পরিবহণ, সাতক্ষীরা এক্সপ্রেস, এস পি গোল্ডেন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, এ কে ট্রাভেলস, গ্রিন লাইন, ঈগল পরিবহন, মামুন এন্টারপ্রাইজ, সৌদিয়া পরিবহনের এসি নন এসি বাস রয়েছে। সাতক্ষীরা শহর থেকে ৫ কিমি দূরে রিসোর্টটি অবস্থিত। তাই রিকশা/অটো নিয়ে খুব সহজেই যেতে পারেন।

জন্মভূমি ডেস্ক January 9, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার নতুন সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে
Next Article সুন্দরবন রক্ষা করা প্রতি জরুরী কেন?

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
খুলনামহানগর

বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন ও অসাধারণ রাজনৈতিক নেত্রী– মঞ্জু

By করেস্পন্ডেন্ট 8 hours ago
সাতক্ষীরা

জীবনের নিরাপত্তার খোঁজে বন ছেড়ে নতুন পথে পাড়ি জমাচ্ছে বনজীবিরা

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
জাতীয়

তৃতীয় দিনে তিন ঘণ্টায় ৩৬ আপিল নিষ্পত্তি ইসির

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

জীবনের নিরাপত্তার খোঁজে বন ছেড়ে নতুন পথে পাড়ি জমাচ্ছে বনজীবিরা

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
সাতক্ষীরা

তালায় মৃত শিশুগাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায়: যে কোন মুহুর্তে প্রাণহানির শঙ্কা!

By জন্মভূমি ডেস্ক 17 hours ago
সাতক্ষীরা

নীরবতা ভেঙে অধিকারের পথে তালা উপজেলার নারীরা

By জন্মভূমি ডেস্ক 17 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?