পাইকগাছা অফিস : জমে উঠেছে পাইকগাছা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন। স্ব স্ব প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা জয়ী লাভ করতে সদস্যদের কাছে ভোট প্রার্থনা করতে দেখা যায়। এবারের নির্বাচন খুব প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে বলে জানিয়েছেন অনেক সদস্যরা। নির্বাচনে ১১ পদের বিপরীতে ১৯ জন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করবেন, প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. কিশোরী মোহন মন্ডল, সহকারী নির্বাচন কমিশনার অ্যাড. মোঃ বেলাল উদ্দীন ও উত্তম কুমার সানা। গত ৭ নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার এর অফিস হতে ১১ থেকে ১২ নভেম্বর মনোনয়ন পত্র গ্রহণ, ১৩ নভেম্বর বিকাল ৩ টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল ও বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। আজ ২৪ নভেম্বর সকাল ১০ টা হতে বেলা ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে। ১৪ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার ও বিকালে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয় বলে এসকল তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অ্যাড.কিশোরী মোহন মন্ডল। এসময়ে সহকারী নির্বাচন কমিশনার অ্যাড. মোঃ বেলাল উদ্দীন ও উত্তম কুমার সানা জানান, এবারের নির্বাচনে ১১ পদের বিপরীতে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রাশনা শারমিন, সদস্য পদে মোঃ আমিনুল ইসলাম, রেহানা পারভীন ও ভবরঞ্জন বৈদ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতিতে ১ টা পদের বিপরীতে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন যথাক্রমে অ্যাড. জিএম আব্দুস সাত্তার, প্রশান্ত কুমার মন্ডল ও মোঃ আব্দুর রাজ্জাক। সহ-সভাপতিতে ২ টা পদের বিপরীতে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন যথাক্রমে অ্যাড. প্রশান্ত কুমার ঘোষ, মোঃ আব্দুল মজিদ গাজী, মোঃ কামরুল ইসলাম, জিএম আমজাদ হোসেন। সাধারণ সম্পাদকে ১ টা পদের বিপরীতে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন যথাক্রমে অ্যাড. জিএম আককাস আলী ও অজিত কুমার সরকার। যুগ্ম সম্পাদকে ১ পদের বিপরীতে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন যথাক্রমে অ্যাড. সমরেশ চন্দ্র মন্ডল ও মোঃ একরামুল হক বিশ্বাস। ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদকে ১ পদের বিপরীতে ২ জন যথাক্রমে অ্যাড. সঞ্জয় কুমার মন্ডল ও কাজী সাইফুল ইসলাম। লাইব্রেরীতে ১টা পদের বিপরীতে ২ জন যথাক্রমে মোঃ আব্দুল মালেক ও বিজয় কৃষ্ণ মন্ডল।