
জন্মভূমি রিপোর্ট : বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার উপকূলীয় অঞ্চল থেকে আসা প্রায় একশত তরুণ-তরুণী একত্রিত হয়ে জলবায়ুজনিত অভিবাসনের জরুরী বিষয় নিয়ে তাদের উদ্বেগ ও দাবি তুলে ধরেছেন। আলোচনায় তারা জানান, লবণাক্ততা বৃদ্ধি, ঘন ঘন ঘূর্ণিঝড় এবং জীবিকা ও জমি হারানোর কারণে উপকূলীয় পরিবারগুলো ক্রমশ অভিবাসনে বাধ্য হচ্ছে। তাই পরিকল্পনা ও সুরক্ষা ছাড়া এই অভিবাসন তরুণ প্রজন্মকে অনিশ্চয়তা, শোষণ ও ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। এসময় যুবরা এই কাজে নিজেদের সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। রবিবার খুলনা নগরীর আভা সেন্টারে অনুষ্ঠিত জলবায়ু অভিবাসন বিষয়ক আঞ্চলিক যুব সংলাপে যুবকরা এসব কথা বলেন। উন্নয়ন সংস্থা উত্তরণ এর আয়োজনে হেলভেটাস সুইচ ইন্টারকোঅপারেশন বাংলাদেশের সহযোগিতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তরণের এ্যাডভোকেসি, নেটওয়ার্কিং এন্ড মাইগ্রেশন অফিসার মোঃ ফয়সাল মন্ডল। সভাপতিত্ব করেন প্রজেক্ট অপারেশন ম্যানেজার আফরোজা আকতার বানু। অতিথি ছিলেন হেলভেটাসের টেকনিক্যাল এক্সপার্ট মিল্টন কুমার সাহা ও ডব্লিউএসসিডমেন খুলনা রিজিওন মিল্টন সরকার, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাধন চন্দ্র স্বর্ণকার, কারিতাসের ব্যবস্থাপক প্রভাস চন্দ্র বিশ্বাস, দৈনিক জনকণ্ঠের খুলনার স্টাপ রিপোর্টার প্রবীর বিশ্বাস, দৈনিক জন্মভূমির মফস্বল সম্পাদক রিংটন মন্ডল এবং উত্তরণের টেকনিক্যাল ম্যানেজার রেজওয়ান উল্লাহ। সংলাপে যুব প্রতিনিধিরা আরো বলেন, তারা শুধু ভুক্তভোগী নয়; বরং টেকসই সমাধান গড়ে তোলার পরিবর্তনের অংশীদারও। এসময় তারা কয়েকটি দাবি উত্থাপন করেন, যার মধ্যে রয়েছে- নিরাপদ ও পরিকল্পিত অভিবাসনের জন্য মানবাধিকারভিত্তিক কৌশল গ্রহণ, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টি, তরুণ অভিবাসীদের শোষণ ও বৈষম্য থেকে সুরক্ষা, দুর্যোগ ও অভিবাসনপীড়িত শিশু-যুবদের শিক্ষার অধিকার সংরক্ষণ, স্থানীয় ও জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে যুবদের অংশগ্রহণ নিশ্চিত করা, আঞ্চলিক যুব অভিবাসন ফোরাম গঠন এবং জলবায়ু ন্যায়বিচারের কাঠামোয় যুবদের দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত করা। যুবরা বাংলাদেশ সরকার, নীতিনির্ধারক, সিভিল সোসাইটি, একাডেমিয়া এবং উন্নয়ন অংশীদারদের প্রতি আহ্বান জানান, জলবায়ু অভিবাসন মোকাবিলায় যুব সমাজকে সমান অংশীদার হিসেবে স্বীকৃতি দিতে বলেও তারা দাবি জানান।