বিজ্ঞপ্তি
প্রলংঙ্কারী ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হানে। আম্পানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল। এই আম্পানে যে ক্ষতিসাধন হয়েছে তা আজও বিরাজমান। প্রচুর পরিমান ঘর বাড়ি, রাস্তাঘাট, বেড়িবাঁধ ক্ষতি হয়েছে। সরকারি সাহায্যের পরিমান প্রয়োজনের তুলনায় খুবই কম। অনেক মানুষ ইতিমধ্যে ঘর বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। অনতিবিলম্বে ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি পুনঃনির্মাণ ও সংস্কার, খাদ্য সহায়তা প্রদান, কাজের ব্যবস্থা করা জরুরী প্রয়োজন। এসব সমস্যা মূলত খুলনার কয়রা,পাইকগাছা, দাকোপ, বটিয়াঘাটা, সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর, কালিগঞ্জ উপজেলা অন্যতম। নদ নদী গুলো ইতিমধ্যে মৃত প্রায়। শিবসা নদী মৃত্যুমুখে। জলাবদ্ধতা, লবনাক্ততা, সুপেয় পানির অভাব এসব সমস্যা সমাধানে কয়রা-পাইকগাছা সংসদীয় এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু এমপিকে উত্তরণ ও কেন্দ্রীয় পানি কমিটির পক্ষ থেকে স্মারক লিপি প্রদান করা হয়। স্মারক লিপি প্রদান করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, মইনুল ইসলাম, শম্ভু চৌধুরী, দিলিপ সানা প্রমুখ। এমপি আক্তারুজ্জামান বাবু এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতাসহ যা যা করা দরকার তার সব চেষ্টা অব্যাহত আছে। এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, পার্লামেন্টে প্রয়োজনে আমি দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই সমস্যা তুলে ধরবো। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথেও কথা বলে সমস্যা সমাধান করে এলাকার মানুষের দুদর্শা লাঘবে সবকিছু করবো।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত