
জন্মভূমি ডেস্ক : ভাটা শুরু হওয়ায় জলোচ্ছ্বাসের আশঙ্কা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান। সচিবালয়ে আজ দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী।
তিনি জানান, ঘূর্ণিঝড় মোখা রবিবার বিকেল ৩টার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। এসময় ভাটা শুরু হওয়ায় জলোচ্ছ্বাসের আশঙ্কা নেই।
এর আগে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান জানিয়েছিলেন, ঘূর্ণিঝড়ের মূল ঝুঁকিটা চলে যাবে মিয়ানমার অঞ্চল দিয়ে। টেকনাফ, কক্সবাজারসহ বাংলাদেশের অঞ্চলগুলো ঝুঁকিমুক্ত হতে চলেছে। এর ফলে শুরু থেকে ঘূর্ণিঝড় মোখা নিয়ে আমাদের যে ঝুঁকির আশঙ্কা ছিল, এখন আর ততটা ঝুঁকি নেই।