খানজাহান আলী থানা প্রতিনিধি : সামাজিক সংগঠন জাগ্রত খুলনার কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। শুক্রবার বিকাল ৪টায় মহেশ্বরপাশা বাজার মসজিদ সংলগ্নে সংগঠনটির কার্যালয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক এই সংগঠনটির নতুন মেয়াদের কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা মন্ডলীর সদস্যদের নাম ঘোষণা করা হয়। কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসাবে আমিনুল হক টিংকু এবং সাধারণ সম্পাদক হিসাবে মো. মিজানুর রহমান মিজান মনোনীত হয়েছেন। এছাড়াও সংগঠনের সহ-সভাপতি পদে সোহেল আহমেদ অপু, ওবায়দুর সেতু, তানজিল ইসলাম সানি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক মারু ফ হোসেন, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম সজল, প্রচার সম্পাদক আবির হোসেন, দপ্তর সম্পাদক আশিক মোল্লা, প্রতিষ্ঠাতা মো. মাসুম বিল্লাহ। সংগঠনটির উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন মাকসুদ হাসান পিকু, শাহাদাৎ হোসেন মিনা, রাজিউদ্দিন রাজু, ডা. তাসলিম ইকবাল, মো. আবুল কালাম আজাদ এবং এম শাহিদুজ্জামান। অনুষ্ঠানে নতুন বছরের কমিটির নির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ডোনার, শোভাকাংখিসহ এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিল।