খানজাহান আলী থানা প্রতিনিধি : সেবামূলক সামাজিক সংগঠন জাগ্রত খুলনার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে স্কুল পর্যায়ে কুইজ প্রতিযোগিতা এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সংগঠনটি ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মহেশ্বরপাশা মাধ্যমিক বিদ্যালয় এবং কার্তিককুল মাধ্যমিক বিদ্যালয়কে নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন। বুধবার কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে ফলজ ও বনজ বৃক্ষ উপহার হিসাবে তুলে দেন। সংগঠনটির পক্ষ থেকে প্রায় ১৫০ এর অধিক বিভিন্ন ধরনের ফলজ বৃক্ষ প্রদান করা হয়।
পুরষ্কার বিতরণী ও বৃক্ষরোপণ কর্মসুচিতে জাগ্রত খুলনার সভাপতি আমিনুল হক টিংকু, প্রতিষ্ঠাতা সভাপতি মো. মাসুম বিল্লাহ পলাশ, মাসুম আহমেদ, আশরাফুল ইসলাম কাজল, মারুফ হোসেন, আশিক মোল্লা, মো সাবেদ, মাহি, মো. আশিকুর রহমান, আল আমিন, নাফিজ। এছাড়াও ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিল।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত