জন্মভূমি রিপোর্ট
২৫ জুন উদ্বোধন হবে স্বপ্নের পদ্মা সেতু। যা বদলে দেবে দক্ষিণাঞ্চলের ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক চিত্র। তৈরি হবে নতুন কর্মসংস্থান। সেতু দিয়ে যাচ্ছে গ্যাসের পাইপলাইন। সেতু ঘিরে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রকল্পের কাজের প্রক্রিয়া শুরু হয়েছে। এতে সেতু এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে। এমন স্বপ্নই দেখছেন অবহেলিত এ জনপদের সাধারণ মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে এসব তথ্য।
জানা গেছে, এক সময়ের অজপাড়া গাঁ ফরিদপুরের ভাঙ্গা এখন জংশন। ঢাকা থেকে মাওয়া হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে নদী পার হয়ে গাড়ির গতি গিয়ে থামবে এখন ভাঙ্গায়। কারণ এক্সপ্রেসওয়ের প্রথম ধাপ গিয়ে শেষ হয়েছে ভাঙ্গায়। সেখান থেকে দেশের দক্ষিণাঞ্চলের তিন দিকে যাওয়া তিনটি সড়ক দক্ষিণাঞ্চলের ২১ জেলাকে যুক্ত করেছে পদ্মা সেতুর সঙ্গে। ফলে শিল্পায়নের নজর পুরো দক্ষিণাঞ্চল জুড়ে হলেও খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুকে কেন্দ্রবিন্দু মনে করছেন শিল্পপতিরা। এসব এলাকায় জমির দামের পাশাপশি বেড়েছে স্থাপনা শুরু হয়েছে শিল্পায়ন।
জানা গেছে, পদ্মা সেতু এলাকায় শরীয়তপুরের জাজিরায় প্রধানমন্ত্রীর নামে গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় তাঁতশিল্প ‘শেখ হাসিনা তাঁতপল্লী’। জাজিরা উপজেলার নাওডোবা মৌজায় ৫৯ দশমিক ৭৩ একর ও মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর মৌজায় ৬০ একর করে মোট ১১৯ দশমিক ৭৩ একর জমিতে নির্মিত হচ্ছে ‘শেখ হাসিনা তাঁতপল্লী’।
এই প্রকল্পের আওতায় ৮ হাজার ৬৪টি তাঁত শেড নির্মাণ করা হবে। যেখানে ৮ হাজার ৬৪ তাঁতীকে সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়া হবে।
প্রকল্প সূত্রে জানা যায়, এক হাজার ৯১১ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের নির্মাণকাজ করছে বাংলাদেশ তাঁত বোর্ড। শরীয়তপুর প্রান্তের রেলস্টেশনের কাছে হচ্ছে এ তাঁতপল্লী, যাতে তাঁতীরা কাঁচামাল সংগ্রহ ও উৎপাদিত পণ্য সহজে আনা-নেওয়া করতে পারবেন।
এই তাঁতপল্লীতে বার্ষিক উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪ দশমিক ৩১ কোটি মিটার কাপড়ের।
শেখ হাসিনা তাঁতপল্লীর প্রথম পর্যায়ে মাটি ভরাট ও সীমানা প্রাচীরের কাজ শেষ হবে জুন মাসের মধ্যেই। এ শিল্পনগরী প্রতিষ্ঠিত হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ১০ লাখ মানুষের কর্মসংস্থান হবে। পাশাপাশি দেশের টেক্সটাইল শিল্প আরো আকেধাপ এগিয়ে যাবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত