
মোংলা প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধার্ঘ অপর্ণ করেন এবং ১৫ আগস্ট নিহত সকল শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের পরিচালক প্রশাসন মো: শাহিনুর আলম, সচিব কালাচাঁদ সিংহ, প্রধান প্রকৌশলী মেরিন কমান্ডার মোমেন উল্লাহ মোহাম্মদ জিয়াউল ইসলাম, প্রধান নিরাপত্তা কর্মকর্তা কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদি, উপসচিব মো: মাকরুজ্জামান বন্দরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত