
বিজ্ঞপ্তি : জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি খুলনা’র আয়োজনে খুলনা জেলা জজ আদালত প্রাঙ্গণে আজ শুক্রবার র্যালি, লিগ্যাল এইড মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকাল ৮টায় আদালত প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করবেন জেলা লিগ্যাল এইড কমিটির খুলনা’র চেয়ারম্যান মীর শফিকুল আলম।
এছাড়া দিবসটি উপলক্ষে সকাল ৮টা ৫ মিনিটে আদালত প্রাঙ্গণে র্যালি বের হবে ও সকাল ৯টা থেকে লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা ২০ মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। সভাপতিত্ব করবেন জেলা লিগ্যাল এইড কমিটির খুলনা’র চেয়ারম্যান মীর শফিকুল আলম।
বিশেষ অতিথি থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ, বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভুঞা, ডিআইজি মঈনুল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, মহানগর দায়রা জজ মাহমুদা খাতুন, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মমিনুন নেসা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুনন্দ বাগচী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য জেলা লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

