বিজ্ঞপ্তি : জাতীয় কবিতা পরিষদ খুলনার আয়োজনে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে “পরিচয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল” শীর্ষক আলোচনা, প্রবন্ধ পাঠ, কবিতা আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান শুক্রবার বিকাল ৫টায় কবিতা পরিষদ কার্যালয়ে সংগঠনের সহ-সভাপতি কবি ডিকে পালের সভাপতিত্বে ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক এল কে টফি’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের উপর প্রবন্ধ উপস্থাপন করেন শেখ অলিউর রহমান ও কবি কাজী নজরুল ইসলামের উপর প্রবন্ধ উপস্থাপন করেন কবি বিমল কৃষ্ণ রায়। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও আলোচক অধ্যাপক বিভূতি ভুষণ মন্ডল ও বিশিষ্ট আলোচক কবি আব্দুল ওদুদ। এছাড়াও “পরিচয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল” শীর্ষক আলোচনা অংশ গ্রহণ করেন কবি গবেষক অরবিন্দ মৃধা, মোঃ ইমদাদ আলী। পরে “পরিচয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল” শীর্ষক কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন মোঃ ইমদাদ আলী, নাসিমা খান হোসেন মাহমুদ বাচ্চু, মারিয়াম তাসনিম, ইমরান জাহান আরাফাত, সুভাষ রায়, ঈরামনি মন্ডল, সাদ্দাম হোসেন, আঁখিমন্ডল প্রমুখ।