বিজ্ঞপ্তি : আমিন মরিয়ম স্মৃতি পরিষদের সহযোগিতায় খুলনা নজরুল একাডেমী ও টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল রোববার বিকেলে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা শামসীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়, নজরুল একাডেমীর অধ্যক্ষ মাজেদ জাহাঙ্গীর ও সংগীতাজ্ঞ অশোক কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অতিথিরা বলেন, কবি নজরুল অনেক প্রতিভার অধিকারী ছিলেন। তিনি কবিতা, সংগীত, উপন্যাস, গল্প নাটক ও প্রবন্ধে নিজস্ব স্বাক্ষর রেখেছেন। প্রেম, দ্রোহ, সাম্যবাদ ও জাগরণের কবি কাজী নজরুল কবিতা, গান, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে জাতিকে উদ্বুদ্ধ করেছে। নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিলো। তাঁরা আরও বলেন, এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো কবি নজরুলের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া। পরে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত