
জন্মভূমি রিপোর্ট
সনাতন পদ্ধতিতে বাগদা চিংড়ি উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গত ১৮ আগস্ট অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনুসের হাত থেকে খুলনা মহানগরীর রায়েরমহলের কৃতি সন্তান গোলাম কিবরিয়া রিপন জাতীয় পর্যায়ে স্বর্ণপদক সম্মাননা গ্রহণ করায় এলাকাবাসীর সংবর্ধনা প্রদান করের। গত শনিবার (৩০ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ইকরামুল কবির। সঞ্চালনা করেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শেখ হেমায়েত হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকাবাসীর সর্বস্তরের মানুষ, খুলনা মহানগর বিএনপি এবং জেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ। উল্লেখযোগ্য চিংড়ি উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গত ১৮ আগস্ট বিশ্ববরেণ্য ও নোবেল বিজয়ী ব্যক্তিত্ব এবং বাংলাদেশের বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনুসের হাত থেকে উক্ত সম্মাননা গ্রহণের মুহূর্তটিই ছিল জাতির জন্য গর্বের, তরুণদের জন্য অনুপ্রেরণার এবং সর্বোপরি খুলনার মানুষের জন্য বিরল সম্মানের। দানবীর রিপনের এই অর্জন প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা ও সাহস থাকলে যেকোনো ক্ষেত্রেই সাফল্য অর্জন সম্ভব। এ উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়ে আনন্দ ভাগাভাগি করেছেন এলাকার মানুষ। গোলাম কিবরিয়া রিপনের এই অর্জন শুধু রায়েরমহল নয়, সমগ্র খুলনার জন্য গর্বের। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনী সম্পাদক সাদি, তারেক, আয়নুল আবেদিন মারুফসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা।

