জন্মভূমি রিপোর্ট
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা এলাকা হতে বে-আইনিভাবে বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই সংক্রান্ত কার্যক্রম পরিচালনাকারী এ্যাপস্ প্রস্তুতকারী মাহফুজুর রহমান জুয়েল (২৫) নামে একজন গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে র্যাব-৬ এর একটি টিম তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের হয়েছে।
র্যাব জানায়, একটি চক্র দীর্ঘদিন যাবৎ এনআইডি সংক্রান্ত অ্যাপস্ তৈরি করে গুগল প্লে-স্টোরে আপলোডের মাধ্যমে অনুমোদনহীনভাবে দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের ব্যক্তিগত গোপনীয় তথ্য জনসম্মুখে প্রকাশ করে আসছিল। এতে জাতীয় তথ্য ভান্ডারে রক্ষিত নাগরিকদের তথ্য হুমকির মুখে পড়ছে। জনগুরুত্বপূর্ণ নাগরিকদের তথ্যসমূহ উন্মুক্তভাবে যাচাই করার মাধ্যমে সরকার রাজম্ব হারাচ্ছে, কুচক্রিমহল নিজেস্ব স্বার্থ হাসিলের জন্য তা ব্যবহার করছে। এ বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসের স্মারক মূলে জানতে পেরে র্যাব দুবৃত্ব চক্রটির সন্ধানে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় দুপুর সোয়া তিন টার দিকে মাহাফুজুর রহমান জুয়েল নামে চক্রের এক সদস্য গ্রেফতার হয়। তিনি ‘এনআইডি কয়ারি’ নামে একটি এ্যাপস্ প্রস্তুত করে ওই বে-আইনি কাজ করছিলেন।
জাতীয় পরিচয়পত্রের গোপন তথ্য প্রকাশ চক্রের সদস্য গ্রেফতার
Leave a comment