
বিজ্ঞপ্তি : জাতীয় পার্টি মহানগরের ৪ ও ৫নং ওয়ার্ড জাপার উদ্যোগে এক মতবিনিমিয় সভা সোমবার সন্ধ্যা ৭টায় দেয়ানা ঈদগাহ ময়দানে দৌলতপুর থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মতবিনিমিয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা সভাপতি এবং আসন্ন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মহানগর জাপা নেতা এড. অচিন্ত্য কুমার দাস, অধ্যাপক গাউসুল আজম, মোঃ শাহাবুদ্দিন, নজরুল ইসলাম আজম, মোঃ রাশেল হোসেন, এস এম আনসুর রহমান, শহিদুল ইসলাম, কামরুল জামান রজতসহ ৪ ও ৫নং ওয়ার্ড জাপার নেতৃবৃন্দ। সভায় আগামী ১২ জুন সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।