
যশোর প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আইন করেন বা সংবিধানে যাই লেখেন জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক। দেশের স্বাধীনতার জন্য একমাত্র জিয়াউর রহমানই পাকিস্তান বাহিনীর সামনে বিদ্রোহ করেছিলেন। ওইসময় সাহসী বহু সেনা ও রাজনৈতিক নেতা ছিলেন কিন্তু কেউ কিছু বলেনি। আজ দুপুরে যশোর বিডি হলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সভায় নজরুল ইসলাম খান আরও বলেন, আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন হলে বারবার হেরেছে এবং বারবার হারবে ইনশাল্লাহ। এটা জানে বলেই তারা কায়দা কৌশল করে ইলেকশন করতে চায়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, লেখক গবেষক বেনজিন খান ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মুনিরুল হুদা, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ।