জন্মভূমি রিপোর্ট : নগরীর লবণচরা থানা পুলিশ বিশেষ অভিযান সপরিচালনা করে দু’কেজি গাঁজা উদ্ধার করে এবং মো. হাসানুর রহমান রনি নামের এক কারবারিকে গ্রেফতার করে।
সূত্র জানিয়েছে, শনিবার দুপুর সোয়া ১২টায় পুলিশের একটি চৌকস দল জিরোপয়েন্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিরোপয়েন্ট থেকে সাতক্ষীরা গামী সড়কে রেল লাইনের র্পূব পাশে জাহাঙ্গীর হোসেন নির্মানাধীন ভবনের সামনে পাঁকা রাস্তার উপর থেকে বাগরেহাট সদর উপজেলার রনবিজয়পুর গ্রামের মোঃ ইউসুফ আলী পুত্র মাদক কারবারি মোঃ হাসানুর রহমান রনিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দু’কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত