চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাকের ধাক্কায় আয়েশা সিদ্দিকা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার কর্ন্দপপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে জীবননগর-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। আয়েশা একই গ্রামের মো. বকুল হোসেনের দ্বিতীয় কন্যা।
স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় আয়েশা সিদ্দিকা তার দাদি সাথে বাড়ির পাশের দোকানে খাবার কিনতে এসেছিলো এমন সময় রাস্তার বিপরীত দিক দিয়ে আয়েশার দাদা ইছাহক তরফদার নামাজের জন্য মসজিদে যাচ্ছিলেন। এ সময় দাদাকে দেখে তার কাছে যেতে দৌড়ে রাস্তার পার হচ্ছিল, এমন সময় কালীগঞ্জের দিক থেকে আসা একটি দ্রুত গতিতে আসা ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার পর ট্রাকটি ফেলে চালক ও তার সহযোগী পালিয়েছে, ট্রাকটি জব্দ করে হাসাদাহ পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। নিহতের পরিবারে অভিযোগের ভিক্তিকে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।