জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ৯২ বতল ভারতীয় মদ উদ্ধার করেছে মহেশপুর (৫৮ বি জি বি)। মহেশ পুর (৫৮ বি জি বি) প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মহেশপুর ৫৮ বি জি বি র অধীনস্হ নতুন পাড়া বিওপির দায়ীত্বপুর্ন এলকা জীবননগর উপজেলার ভারতীয় সিমান্ত এলাকার মেইন পিলার ৬৭ হতে ২০০ গজ দুরে আনুমানিক বিকাল ৪ টায় বাংলাদেশের অভ্যন্তরে নতুন পাড়া গ্রামের মোঃ রাইতুল্লার আম বাগানে মাদক বিরধী অভিযান চালিয়ে আসামি বিহীন ৯২ বতল ভারতীয় নিষিদ্ধ মদ উদ্ধার করেন।