চুয়াডাঙ্গা প্রতিনিধি: জীবননগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার সকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত ওই যুবক সবুর হোসেন উপজেলার একি গ্রামের মাঝেরপাড়া এলাকার জনৈক রেজাউল হকের ছেলে। স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন সবুর। রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারে লোকজন স্বজন ও পরিচিতদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাঁর সন্ধান পায়নি ৷ শনিবার সকালে স্থানীয় কৃষকেরা মাঠে গেলে গাছের ডালে সবুরের মরদেহ ঝুলতে দেখেন। পরে তাঁরা সবুরের পরিবারের সদস্যদের খবর দেন। এরপর তারা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরিবারের সদস্যরা বলছে, সবুর মানসিকভাবে অসুস্থ ছিল। এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে থানা-পুলিশের সদস্যরা পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত