জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় রাফিয়া (৪)নামের এক শিশু নিহত হয়েছে। গত মঙ্গলবার সন্ধায় জীবননগর উপজেলার আন্দুল বাড়িয়া ইউনিয়নের কর্চাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু কর্চাডাঙ্গা গ্রামের জোলপাড়ার আবদুল্লা গাজীর মেয়ে। স্থানীয়রা জানান নিহত শিশু রাফিয়া বিকালে বাসার সামনে সঙ্গীদের সাথে খেলা করছিলো খেলাধুলার এক পর্যায়ে রাস্তায় উঠে পড়লে হটাৎ আন্দুল বাড়িয়া হতে দ্রুত গতিতে স্যালো ইন্জিন চালিত আলমসাধু এসে শিশুটিকে সরাসরি ধাক্কা দিলে শিশুটি মাটিতে পড়ে মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হয়, পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। স্থানীয়রা অভিযোগ করেন ইন্জিন চালিত আলমসাধু চালক অল্প বয়সের হওয়ায় গাড়ীটি নিয়ন্ত্রণে আনতে পারিনি তাই এমন দুর্ঘটনা ঘটেছে।