হুমায়ুন কবির, জীবননগর (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জীবননগর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম রফিককে(৬০) পুলিশ চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করেছেন। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে তাকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে মামলার অজ্ঞাত আসামী হিসাবে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়,গত ১৮ জুলাই বিকাল সাড়ে তিনটার দিকে জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মামলার প্রধান আসামী চুয়াডাঙ্গা- আসনের সাবেক সংসদ সদস্য হাজী আলী আজগার টগরের নেতৃত্বে এজাহার নামীয় অন্যান্য আসামীরা গণশান্তি বিরোধী মিছিল নিয়ে ঘটনাস্থলে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এসময় তারা যুবদল নেতা আনোয়ার হোসেন আানারের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় সাবেক মেয়র রফিকুল ইসলাম রফিককে পুলিশ গ্রেফতার করেন।
সাবেক মেয়র রফিকুল ইসলামের পরিবারের দাবী তিনি একজন সহজ সরল মানুষ। তিনি ঘটনার সাথে কোন ভাবেই জড়িত ছিলেন না। তিনি আসলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তিনি বৃহস্পতিবার রাত ১১ টার সময় তার ব্যবসা প্রতিষ্ঠান সিরাজ হোটেলে বসেছিলেন। সেখান থেকে পুলিশ তাকে ওসি সাহেব ডাকছে বলে থানায় নিয়ে মামলায় অজ্ঞাত আসামী হিসাবে শুক্রবার সকালে কোর্টে চালান করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,মামলার ঘটনার সাথে জড়িত সন্দেহে সাবেক মেয়র রফিকুল ইসলাম রফিককে গ্রেফতার করা হয়েছে।
জীবননগর পৌরসভার সাবেক মেয়র রফিকুল গ্রেফতার
Leave a comment