সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বারবার দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন আপসহীনভাবে লড়াই করেছেন। দীর্ঘ এই রাজনৈতিক সংগ্রামে তাকে স্বামী ও সন্তান হারানোর বেদনা, একের পর এক মামলা, কারাবরণ এবং গুরুতর অসুস্থতার কষ্ট সহ্য করতে হয়েছে। তবুও জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দেশের মানুষ ও গণতন্ত্রের প্রশ্নে নিজেকে উৎসর্গ করে গেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় খুলনার ওজোপাডিকো হাইস্কুল মাঠে ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শেখপাড়া স্টাফ কোয়ার্টার স্কুল মাঠে আয়োজিত মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা সরদার রবিউল ইসলাম রবি।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক দল বা গোষ্ঠীর আন্দোলন ছিল না; এটি ছিল দল-মত-ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ গণআন্দোলন। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। তিনি বলেন, একটি নিরাপদ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য।
তিনি আরও উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সেই স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে।
শোকসভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, তরিকুল ইসলাম জহির, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মাহবুব হাসান পিয়ারু, এডভোকেট গোলাম মওলা, সাদিকুর রহমান সবুজ, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, গিয়াস উদ্দিন বনি সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত