জন্মভূমি ডেস্ক : আজ ১২ নভেম্বর মুক্তি পেয়েছে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘টাইগার ৩’ । এতে সালমানের বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। এ উপলক্ষে ভারতীয় সংবাদমাধ্যমে একটি প্রতিবেদন করা হয়েছে তাকে নিয়ে। সেখানে উঠে এসেছে ক্যাটের অজানা দিকগুলো। এরমধ্যে একটি হলো, জীবনে কখনও স্কুলে যাননি ক্যাটরিনা।
ক্যাটরিনার জন্ম হংকংয়ে। তার বাবা ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী। মা ছিলেন ব্রিটিশ সমাজকর্মী। খুব বেশিদিন একসঙ্গে বাবা-মাকে পাননি তিনি। কেননা ক্যাট যখন খুব ছোট তখন-ই আলাদা হয়ে যায় তার বাবা-মায়ের পথ।
বিচ্ছেদের পর মায়ের কাছে ঠাই হয় ক্যাটরিনার। কিন্তু মায়ের সঙ্গে বিভিন্ন দেশে ছোটবেলা কাটায় কোনোদিন স্কুলে যাওয়া হয়নি তার। তাই বলে শিক্ষার আলো থেকে বঞ্চিত হননি তিনি। মা তাকে বাসায় শিক্ষক রেখে পড়িয়েছেন।
ক্যাটরিনা বিনোদন দুনিয়ায় পা রেখেছিলেন মাত্র ১৪ বছর বয়সে। যাত্রা শুরু হয়েছিল মডেলিংয়ের মাধ্যমে। ২০০৩ সালে ‘বুম’ সিনেমার মাধ্যমে বলিউডে খাতা খোলেন তিনি। এরপরের গল্প তো সবার জানা। সে গল্প জুড়ে সাফল্য আর জনপ্রিয়তার ছড়াছড়ি।
‘টাইগার ৩’ ছবিতে ক্যাটরিনা অভিনয় করেছেন জোয়া হুমাইমি সিং রাঠোরের চরিত্রে। এজন্য তাকে দিতে হয়েছে ১০ কোটি রুপি। জানা গেছে, এরপর আর সালমানের সিনেমায় দেখা যাবে না তাকে।