ক্রীড়া প্রতিবেদক : আগামী জুনে ঢাকায় আসছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা ফুটবল দলকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অবশেষে বাফুফের সেই চিঠিতে আর্জেন্টিনা ইতিবাচক সাড়া মিলেছে।
বাফুফের একাধিক কর্মকর্তা সূত্রে জানা গেছে, আর্জেন্টিনা বাংলাদেশে এসে খেলতে সম্মতি প্রকাশ করেছে। এখনও অনেক বিষয় নিয়ে আলোচনা চলছে। তবে জুনেই ঢাকায় মেসির আর্জেন্টিনা আসছে, এমনটা নিশ্চিত করে বলতে পারছে না বাফুফে। কারণ এখনও অনেক বিষয় আলোচনাযোগ্য।
এ বিষয়ে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। তারা আমাদের জানিয়েছে যে জুনের ফিফা উইন্ডোতে তারা আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্যা না হলে জুনে তারা আসবে বলাই যায়।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম জুনের মধ্যে সম্পূর্ণভাবে তৈরি করতে জাতীয় ক্রীড়া পরিষদকে অনুরোধ করে চিঠি দিচ্ছে বাফুফে। মেসিদের আর্জেন্টিনা ঢাকা আসলে এটাই হবে বিশ্বচ্যাম্পিয়ন কোনো দলের প্রথম বাংলাদেশ সফর।
২০১১ সালে আর্জেন্টিনা ঢাকায় ম্যাচ খেলেছে নাইজেরিয়ার বিপক্ষে। ওই প্রীতি ম্যাচে নাইজেরিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল মেসির দল।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত