জন্মভূমি ডেস্ক : জুয়া কাণ্ডে গ্রেফতার বলিউড তারকা সাহিল খান। ভারতের ছত্তিশগড় থেকে আটক করা হয় এ তারকাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
দিন কয়েক আগে মুম্বাইয়ের উচ্চ আদালত অভিনেতার আগাম জামিনের আবেদন খারিজ করেন। তার পর থেকেই পলাতক ছিলেন সাহিল। গত বছর এই ‘অনলাইন গেমিং অ্যাপে’ গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদও করে ভারতীয় পুলিশ।
খবর, ‘অনলাইন গেমিং অ্যাপে’র গড়াপেটাকাণ্ডে অভিযুক্তের তালিকায় রয়েছে মোট ৩১ জন নামজাদা ব্যক্তিত্বর নাম। তাদের মধ্যে ২৬ নম্বরে রয়েছে সাহিল খান। অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, ওই অ্যাপের মাধ্যমে নাকি বিপুল পরিমাণ টাকা লাভ করেছেন তিনি।
ঘটনায় অভিযুক্ত সাহিল অবশ্য বলেছেন, একজন তারকা হিসেবে তিনি ‘কেবল ব্র্যান্ড প্রোমোটার’য়ের কাজ করেছিলেন মাত্র। ‘মহাদেব বেটিং অ্যাপ’ কেলেঙ্কারি সম্পর্কে কিছুই তিনি জানতেন না। যদিও অভিনেতার এমন সাফাইকে গুরুত্ব দেয়নি আদালত।
সাহিলের বলিউডে অভিষেক মি. ইন্ডিয়া খেতাব জয়ের সুবাদে। ‘স্টাইল’ ও ‘এক্সকিউজ মি’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছিলেন। ফলে আলোচনায় নেই অনেকদিন। এবার আলচনার টেবিলে তার নাম এলো গ্রেফতার হয়ে।