বিজ্ঞপ্তি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪২তম শাহাদাৎ বার্ষিকী আজ ৩০ মে। জেলার প্রতিটি পৌরসভা ও উপজেলার স্ব-স্ব ইউনিটে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে বিস্তারিত কর্মসূচি নেয়া হয়েছে। সোমবার জেলা সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ৫দিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। আজ মঙ্গলবার সকাল ১০টায় নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে মিলাদ মহফিল, দু:স্থদের মাঝে খাবার বিতরণ, জোহর বাদ থেকে দিনব্যাপী বিভিন্ন ওয়ার্ডে দুস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নগর বিএনপি’র সাথে যৌথভাবে এসব কর্মসূচি সফলে স্বতস্ফুর্ত অংশগ্রহণ করবে জেলার নেতৃবৃন্দ। এছাড়া স্ব-স্ব পৌরসভা ও উপজেলা পর্যায়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। এরমধ্যে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ, নেতার কর্মময় জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তাছাড়া দুস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচি সফলে জেলা আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী তৃণমূল নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত