তালা প্রতিনিধি : বিশ্ব জনসংখ্যা দিবসে মা ও শিশু স্বাস্থ্য সেবায় অবদান রাখার জন্য তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে। দিবসটি উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক গাজী বশির আহমেদ। কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডাঃ এবিএম দ্বীন মোহাম্মাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এফ এম আবু তাহের,উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মো. মফিজুল ইসলাম প্রমুখ। এ সময় সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশুর নিকট থেকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসাবে ক্রেস্ট এবং সনদ গ্রহণ করেন তালার জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। এ সময় কর্ম-দক্ষতা ও সেবাদানে বিশেষ অবদানের জন্য মাঠ কর্মীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত