
বিজ্ঞপ্তি : জেলা আইনজীবী ঐক্য পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিদস পালন উপলক্ষে মঙ্গলবার বেলা ১টায় এর আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন পরিষদের আহবায়ক আইনজীবী কাজী আমিনুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব দেবানন্দ হুই চৌধুরী। বক্তৃতা করেন লাতিফুর রহমান লাবু, আলফাল হোসেন শেখ, কানিজ ফাতেমা আমিন, মোল্লা সেলিম রশিদ, নিহিত কান্তি ঘোষ, মো. আতাহার হোসেন জোয়াদ্দার, মোস্তাক আহমেদ তাজ, আলকাজ হোসেন শেখ, এম কবির আশরাফুল আলম, মো.মোফাজ্জেল আলম বন্দ, আছাদুল আলম, কিদার আলমগীর হোসেন, সুমঙ্গলরায়, মশিউর রহমান, আতাউর রহমান খোকন, শাহারা ইরানী পিয়া ও মিজানুর রহমান। আলোচনা শেষে আইনজীবী সমিতির সকলের সুস্থতা কামনা করা হয়।

