
বিজ্ঞপ্তি : ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার উদ্যোগে সকল সহযোগী সংগঠনের সমন্বয়ে যৌথ সভা অনুুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ে সহযোগী সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে বুধবার বিকাল ৫টায় নগরীর পাওয়ার হাউজ মোড়ের দলীয় কার্যালয়ে জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা মোঃ আসাদুল্লাহ আল গালীবের পরিচালনায় যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন শেখ হাসান ওবায়দুল করিম, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মোহাঃ রেজাউল করিম সরদার, মুফতি মোঃ ফজলুল হক ফরাদ, মোঃ আবু রায়হান, মাওঃ মুজিবুর রহমান, মোঃ জাহিদুল ইসলাম, মুফতি আব্দুল জব্বার আজমা, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, মোঃ মুহিব্বুল্লাহ, শেখ রওশন আলী, মাওলানা হারুন অর রশিদ, এইচ এম এনামুল হাসান সাঈদ, মোঃ আব্দুল্লাহ আল নোমান, হাফেজ মোহাম্মদ ওসমান করিম প্রমুখ।