ফুলতলা প্রতিনিধি : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৯টায় ফুলতলা বাজারের স্বাধীনতা চত্বরে নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন ফুলতলা উপজেলা আওয়াম লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ফুলতলা প্রেসক্লাব, বণিক কল্যাণ সোসাইটিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে সকাল ১০টায় উপজেলার ডাবুর মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে ডাবুরমাঠ কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। নামাজে জানাজায় ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়ি উপস্থিত হন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড প্রফেসর ড. সুশান্ত দাস, উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি.এম.এ সালাম, আনোয়ারুজ্জামান মোল্যা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির া জেলা সভাপতি এ্যাড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি শেখ মুফিদুল ইসলাম, কাজী আশরাফ হোসেন আশু, ফেরদৌস আহেম্মদ ভূঁইয়া, ফিরোজ আহম্মেদ ভূঁইয়া, এস মৃনাল হাজরা, এস এম মোস্তাফিজুর রহমান, আবু তাহের রিপন, কামরুজ্জামান নান্নু, উপজেলা ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, কমরেড সন্দিপণ রায়, আরিফুজ্জামান বাবলু, গৌর হরি দাস, আঃ হামিদ মোড়ল, আঃ মজিদ মোল্যা, প্রভাষক গৌতম কুন্ডু, প্রভাষক জাহাঙ্গীর আলম, শেখ রেজায়ান রাজা, অধ্যক্ষ জুলফিকার আলী গাজী, গৌরাঙ্গ প্রসাদ রায়, এ্যাড. পুলিন বিহারী সরকার, খাঁন সিরাজুল ইসলাম, রেজোয়ান আলী খাঁন, সেলিম আক্তার স্বপন, এসকে মিজানুর রহমান, কামরুল হাসান, এসকে সাদ্দাম হোসেন প্রমুখ। উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় নগরীর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত