
বিজ্ঞপ্তি : গণতন্ত্রী পার্টি জেলা ও মহানগরের এক সভা শুক্রবার বিকেল ৫টায় পিটিআই মোড়স্থ পার্টির অস্থায়ী কার্যালয়ে জেলা সভাপতি সেখ আহসাবুর রহমান বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মোঃ সোলেমান হাওলাদারের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহানগর সভাপতি আবু সাত্তার সানা, মোঃ আতিয়ার নকীব, মোঃ জাকির ফারাজী, জলিল হাওলাদার, মোঃ লিটনসহ জেলা ও মহানগর পার্টির নেতৃবৃন্দ এবং মহিলা ঐক্য ও ছাত্র ঐক্য নেতৃবৃন্দ। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে শাহানা বেগমকে সভাপতি ও ঝুমি আক্তারকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট মহিলা ঐক্য এবং মোঃ সজীব ফারাজীকে সভাপতি করে ও সাদিয়া হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ছাত্র ঐক্য খুলনা জেলা কমিটি গঠন করা হয়।