
বিজ্ঞপ্তি : খুলনা জেলা কৃষক লীগের সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলের পক্ষ থেকে প্রাপ্ত পদত্যাগ পত্রের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ এবং আসামি ১৯ এপ্রিল কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে জেলা কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা ও সম্মেলন প্রস্তুতি কমিটির কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টায় নগরীর আওয়ামী লীগ কার্যলয়ে এ সভার আয়োজন করা হয়।
জেলা কৃষক লীগের চলতি দায়িত্বপ্রাপ্ত সভাপতি খান খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মানিকউজ্জামান অশোকের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন এড. আনোয়ার হোসেন, এড. মনজিলুর রহমান, অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, এসএম জাহিদুল ইসলাম, এমদাদুল হক সুমন, মোঃ হাতেম শেখ, আল মাহমুদ প্রিন্স, মোঃ আব্দুল মান্নান শেখ, এড. শেখ আব্দুর রশিদ, শেখ মোঃ শাহরুজ্জামান শাহরিয়ার, এসএম নাজমুল ইসলাম, শেখ আব্দুর রহমান, মোঃ গোলাম হোসেন, অধ্যাপক মোঃ মঈনুল ইসলাম, মোঃ শাহিনুর রহমান (শাহিন), শেখ মোঃ মোস্তাফিজুর রহমান, শেখ জাহাবুর রহমান, মুরারি মোহন মন্ডল, মোঃ জুলফিকার আলী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৯ এপ্রিল শনিবার বিকেল ৩টায় আওয়ামী লীগ কার্যালয়ে পরবর্তী সভার দিন ধার্য করে চলতি দায়িত্বপ্রাপ্ত সভাপতি খান খোরশেদ আলম সভার মূলতবি ঘোষণা করেন।