বিজ্ঞপ্তি : নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভা সংগঠনের শের-এ-বাংলা রোডস্থ কার্যালয়ে শুক্রবার বিকাল ৫টায় ভারপ্রাপ্ত সভাপতি মো: আকরাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: ওহিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে স্মরনিকা প্রকাশ, আলোচনা সভা, র্যালী, মানববন্ধন এবং স্কুল ভিত্তিক সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সভা। এছাড়াও আগামী ২৭ জুলাই কমিটির পরিচিতি সভা এবং আইডি কার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সভায় অতিথির বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া থেকে ভিডিও কলে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র জেলা সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব। অন্যান্যের মধ্যে সাবেক সভাপতি মো: হাছিবুর রহমান হাছিব, মো: নাজমুল হোসেন, অভিজিৎ পাল, মো: রুহুল আমীন তালুকদার সোহাগ, মো: আসলাম হোসেন, এসএমএ রহিম, বনানী আফরোজা, মো: মিকাইল হোসেন, এ্যাড. আব্দুল্লাহ আল মামুন, ফেরদৌসী রহমান বাঁধন, মুনসী মাজহারুল আনোয়ার, আফজাল হোসেন রাজু, মো: ফিরোজ আলী, এস এম সাঈদুজ্জামান, জি এম শরীফুল ইসলাম, ইয়ানুর ইসলাম, মো: আবুল কালাম, ভীষ্নদেব মন্ডল, ফরিদ খান প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত